নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে সামিয়া আক্তার বর্ষা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহত শিশুর মা শেফালী বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার হোল্ডিং নম্বর-২৭৫/এ নির্মাণাধীন ওই ভবনের মালিক মো. জাহেদ ও ভবনের ঠিকাদার মো. সাদ্দাম হোসেনকে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার পাশে আনুমানিক ২০ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, খেলতে খেলতে সে ওই গর্তে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটি সেখানে একাই খেলছিল। এ ঘটনায় শুক্রবার শিশুটির মা শেফালী বেগম বাদী হয়ে ভবনের মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ আনা হয়েছে।’
নিহত শিশুর মা গৃহকর্মী শেফালী বেগম মামলার অভিযোগে বলেন, গতকাল বেলা ৩টার দিকে বাথরুম থেকে বেরিয়ে বর্ষাকে ঘরের ভেতর দেখতে না পেয়ে স্থানীয় কয়েকজনসহ তিনি নিজে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে খবর আসে, নির্মাণাধীন ওই ভবনের লিফটের জন্য করা গর্তে তাঁর মেয়ে বর্ষা পানিতে ভেসে আছে। স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ভবনটি অবহেলা ও অরক্ষিত অবস্থায় নির্মাণকাজ চালিয়ে আসছে। বর্ষার স্কুলে যাওয়া-আসা পথের সামনে নির্মাণাধীন ভবনটি অবস্থিত। বিভিন্ন সময়ে স্থানীয় লোকজনের মাধ্যমে ভবনমালিককে সতর্ক করা হলেও কোনো পাত্তা দেননি তিনি।
চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে সামিয়া আক্তার বর্ষা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহত শিশুর মা শেফালী বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার হোল্ডিং নম্বর-২৭৫/এ নির্মাণাধীন ওই ভবনের মালিক মো. জাহেদ ও ভবনের ঠিকাদার মো. সাদ্দাম হোসেনকে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার পাশে আনুমানিক ২০ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, খেলতে খেলতে সে ওই গর্তে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটি সেখানে একাই খেলছিল। এ ঘটনায় শুক্রবার শিশুটির মা শেফালী বেগম বাদী হয়ে ভবনের মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ আনা হয়েছে।’
নিহত শিশুর মা গৃহকর্মী শেফালী বেগম মামলার অভিযোগে বলেন, গতকাল বেলা ৩টার দিকে বাথরুম থেকে বেরিয়ে বর্ষাকে ঘরের ভেতর দেখতে না পেয়ে স্থানীয় কয়েকজনসহ তিনি নিজে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে খবর আসে, নির্মাণাধীন ওই ভবনের লিফটের জন্য করা গর্তে তাঁর মেয়ে বর্ষা পানিতে ভেসে আছে। স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ভবনটি অবহেলা ও অরক্ষিত অবস্থায় নির্মাণকাজ চালিয়ে আসছে। বর্ষার স্কুলে যাওয়া-আসা পথের সামনে নির্মাণাধীন ভবনটি অবস্থিত। বিভিন্ন সময়ে স্থানীয় লোকজনের মাধ্যমে ভবনমালিককে সতর্ক করা হলেও কোনো পাত্তা দেননি তিনি।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে