সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলসহ জোটের ১৮ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭: ০৪
Thumbnail image

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন খাতকে উন্নত করা, দ্বীপে পর্যটক সীমিত করা এবং রাত্রিযাপন নিষিদ্ধ না করে, দ্বীপটিতে পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গ্রহণ করাসহ ১৮ দাবি জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে নির্বিঘ্নে জাহাজ চলাচলে মানুষের জীবিকা বাঁচিয়ে রাখা ও সেন্ট মার্টিনে রাত্রিযাপন বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী। 

তিনি বলেন, টেকনাফ থেকে জাহাজ চলাচলের উপযুক্ত পথ নির্ধারণ করে লাখো মানুষের জীবন-জীবিকা বাঁচিয়ে রাখতে হবে। দ্বীপটিকে গ্লানিমুক্ত এলাকা বাস্তবায়ন করা অথবা দ্বীপের প্লাস্টিক বর্জ্য রিসাইকেলিংয়ের ব্যবস্থা করতে হবে। 

শিবলুল কোরেশী বলেন, বাইরে থেকে আসা বোতলজাত পানি ও কোমল পানীয় নিষিদ্ধ; ট্রেনিং সেন্টার খুলে বিনা মূল্যে রিসোর্ট ও রেস্তোরাঁর মালিক, ওয়েটার, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটনে কাজ করতে ইচ্ছুক জনগণকে ট্যুরিজমের ট্রেনিং প্রদান; পরিবেশ ঠিক রেখে স্থানীয়দের রুটি-রুজি কীভাবে বাড়ানো যায়, কীভাবে বৈদেশিক মুদ্রা আয় করা যায়—সেসব বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরার প্রস্তাব জানাচ্ছি। 

তিনি আরও বলেন, ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি প্রদান করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বীপবাসী এবং সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। সেন্ট মার্টিনে পরিবেশবান্ধব বোতলজাত পানির কারখানা স্থাপন অথবা পরিবেশবান্ধব পানির বোতল ও পানির পাত্র সংশ্লিষ্ট পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরবরাহের ব্যবস্থা করা এবং সেন্ট মার্টিনে বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। 

এ ছাড়া পর্যাপ্ত পরিমাণের ডাস্টবিন এবং ময়লা পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করা; রিসোর্টগুলোতে আলো সীমিত করা; দ্বীপে জেনারেটর সম্পূর্ণ নিষিদ্ধ করা; সরকারিভাবে সব রাস্তা প্রশস্ত ও পাকা ড্রেন নির্মাণ; সেন্ট মার্টিন দ্বীপকে আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা; দ্বীপের চতুর্দিকে মেরিন ড্রাইভ রোড নির্মাণ; টেকনাফ ও সেন্ট মার্টিনে দুটি জেটি নির্মাণ এবং পরিবেশসংক্রান্ত সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টোয়াক) ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করব এবং স্মারকলিপি প্রদান করব। পরিবেশব্যবস্থার উন্নয়ন ও পর্যবেক্ষণ জোরদার করে, রাত্রিযাপনের অনুমতি প্রদান করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ দুই রাতের অনুমতি দেন। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে অনেক বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেগুলোকে পরিবেশবিদেরা খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরাও চাই আপনারা পরিবেশ রক্ষার পর্যবেক্ষণ জোরদার করে রাত্রিযাপনের অনুমতি দেন।’ 

শিবলুল আজম বলেন, ‘প্রতি সিজনের শুরুতে সেন্ট মার্টিন নিয়ে এ রকম একটা টালবাহানা শুরু হয়। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের করা নীতিকে বাস্তবায়ন করার জন্য যে ঘোষণা পরিবেশ উপদেষ্টা দিয়েছেন, সেটা আমাদের আতঙ্কিত করে তুলেছে। আমরা পরিবেশ রক্ষার বিপক্ষে নয়। আমরা পরিবেশকে রক্ষা করে চলতে চাই। সেন্ট মার্টিনে রাত্রিযাপনসহ পর্যটন অব্যাহত রাখতে হবে। এটা না করলে জাতির জন্য একটা বড় বিপর্যয় হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত