সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া কাজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মো. মিজান (৩২)। তিনি বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। মিজান জাহাজভাঙা কারখানায় কাজের সুবাদে সীতাকুণ্ডে ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করতেন।
এসব তথ্য জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
নিহত মিজানের স্ত্রীর বরাত দিয়ে এসআই নাসির বলেন, ‘মঙ্গলবার রাতে কাজ থেকে বাসায় ফিরে স্ত্রীর মোবাইলে ইন্টারনেটে প্যাকেজ (এমবি) চালু দেখতে পান মিজান। এ সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান কেন তাঁকে না জানিয়ে ইন্টারনেট প্যাকেজ কেনা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তাঁর স্ত্রী রাগ করে ঘর থেকে বেরিয়ে যান। তবে বের হওয়ার ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফেরেন। ফিরে তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে মিজানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করলে আমরা ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ আজ বুধবার সকালে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন আরও বলেন, ‘নিহত যুবকের গ্রামের বাড়িতে আগের একটি সংসার রয়েছে। সেখানে তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আছে। তিনি চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে নিয়ে বারআউলিয়ার কাজলীপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া কাজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মো. মিজান (৩২)। তিনি বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। মিজান জাহাজভাঙা কারখানায় কাজের সুবাদে সীতাকুণ্ডে ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করতেন।
এসব তথ্য জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
নিহত মিজানের স্ত্রীর বরাত দিয়ে এসআই নাসির বলেন, ‘মঙ্গলবার রাতে কাজ থেকে বাসায় ফিরে স্ত্রীর মোবাইলে ইন্টারনেটে প্যাকেজ (এমবি) চালু দেখতে পান মিজান। এ সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান কেন তাঁকে না জানিয়ে ইন্টারনেট প্যাকেজ কেনা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তাঁর স্ত্রী রাগ করে ঘর থেকে বেরিয়ে যান। তবে বের হওয়ার ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফেরেন। ফিরে তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে মিজানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করলে আমরা ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ আজ বুধবার সকালে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন আরও বলেন, ‘নিহত যুবকের গ্রামের বাড়িতে আগের একটি সংসার রয়েছে। সেখানে তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আছে। তিনি চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে নিয়ে বারআউলিয়ার কাজলীপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
২৩ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে