পথরোধ করে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় ছুরিকাঘাত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২২: ৪৬
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শামীম মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বিকেলে ওই ছাত্রীর বাবা মো. শাহ আলম বাদী হয়ে আখাউড়া থানায় শামীম মিয়াসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে অভিযোগ করেন। শামীম মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শামীম মিয়া ১৫ থেকে ২০ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তার দিয়ে উত্ত্যক্ত করত। কিন্তু ওই ছাত্রী তাঁর প্রস্তাবে রাজি হয়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম মিয়া ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীর পথরোধ করেন। তাঁর হাত ধরে টানাটানি করতে থাকেন। ওই ছাত্রী প্রতিবাদ করলে শামীম মিয়া ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসে। তখন শামীম ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত