Ajker Patrika

সুবর্ণচরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১: ১৭
সুবর্ণচরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার 

নোয়াখালীর সুবর্ণচরে আফরিন আক্তার নদী (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আফরিন আক্তার নদী উপজেলার নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে। সে স্থানীয় নয়াপাড়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

নদীর বাবা দিদারুল আলম বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমার মেয়ে পেটের ব্যথায় ভুগছিল। পেটের ব্যথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘পুলিশ গতকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এই মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত