বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৬
Thumbnail image

বান্দরবান শহরের মেঘলা পর্যটনকেন্দ্রে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার তাঁদের জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার চাকমাপাড়ার মিলন চাকমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগ, ধারালো কাঁচি ও দা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন আব্দুর রহমান (২৮) ও মহিউদ্দিন (২২)। তাঁরা জেলা শহরের হাফেজঘোনা ও চাকমাপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, এ ঘটনায় বান্দরবান সদর থানায় পর্যটকের স্ত্রী রিতু আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার, টাকা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত আছে। 

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা দল ঘটনার পরপর জড়িতদের ধরতে অভিযানে নামে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর বিকেলে মেঘলা পর্যটনকেন্দ্রের কেব্‌ল কার পয়েন্টের ওপরের দোকানঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিনকে (২৫) পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত