Ajker Patrika

দাউদকান্দিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নোমান মিয়া সরকারকে বিজয়ী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বন্ধন কমিউনিটি সেন্টারে এই সভাটি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি সালাহউদ্দিন রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবু সরকার, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ আরও অনেকে। 

সভায় বক্তাগণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নোমান মিয়া সরকারকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নোমান মিয়া সরকার বলেন, আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে নৌকার বিজয় কেউই ঠেকাতে পারবে না। সকলের কাছে দোয়া ও ভোট চেয়ে তিনি আরও বলেন, ‘এই নৌকা বঙ্গবন্ধুর মার্কা, এই নৌকা শেখ হাসিনার মার্কা, এই নৌকা মেজর সুমন ভাইয়ের মার্কা, এই নৌকা আমাদের সকলের মার্কা।’ 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. ইসমাইল সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত