চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবের ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে—ছাত্রসমাজকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’
আজ শনিবার কুমিল্লার লাকসাম পাইলট স্কুল মাঠে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে, দেশের জন্য কাজ করতে হবে।’
হাসনাত আরও বলেন, ‘কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়ে ছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা অনুযায়ী কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।’
জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাবির সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবের ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে—ছাত্রসমাজকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’
আজ শনিবার কুমিল্লার লাকসাম পাইলট স্কুল মাঠে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে, দেশের জন্য কাজ করতে হবে।’
হাসনাত আরও বলেন, ‘কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়ে ছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা অনুযায়ী কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।’
জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাবির সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।
কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে এর তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১৯ মিনিট আগেচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এ সময় আহমেদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান
১ ঘণ্টা আগেএকটি বিয়েকে কেন্দ্র করে ১৯টি মামলা। বিয়ের আগে এবং বিচ্ছেদের পরে মামলাগুলো হয়েছে। বিচ্ছেদে যাওয়া স্বামী করেছেন ৭টি মামলা, আর স্ত্রী করেছেন ১২টি। এ ঘটনা ঘটেছে রাজশাহী নগরে। ভুক্তভোগীরা হলেন রাজশাহীর ছাপাখানা ব্যবসায়ী আবুল কালাম আজাদ রিংকু (২৮) এবং তাঁর সাবেক স্ত্রী প্রিয়া খাতুন (২১)। মামলার তথ্য...
৯ ঘণ্টা আগেসড়কের উপরিভাগের কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। অসহনীয় ধুলার যন্ত্রণার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও যাত্রী-সাধারণ। এ চিত্র যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকার। শুধু এ স্থানই নয়; এই সড়কের যশোর অংশের ১০ কিলোমিটারই বেহাল।
৯ ঘণ্টা আগে