Ajker Patrika

আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লাগেজ স্ক্যান না করা নিয়ে এক কাস্টমস কর্মকর্তাসহ তিনজনকে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়। এই মামলায় হৃদয় (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হৃদয় হলেন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। মারধরের শিকার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ বাদী হয়ে গতকাল রাতে আখাউড়া থানায় চারজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ভারত থেকে আসা এক বা একাধিক যাত্রী সাত-আটটি লাগেজ আনেন। এসব লাগেজে কাস্টমসের স্ক্যানিং কক্ষে না নিয়ে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বিষয়টি বুঝতে পেরে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজের নেতৃত্বে তিনজন ওই অটোরিকশাটির গতিরোধ করেন। 

লাগেজগুলো চেক করার জন্য কাস্টমসে ফেরত নিতে বলেন। এ সময় পেছনে থেকে মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করেন। এতে কাস্টমস কর্মকর্তা আহত হন, এ সময় আরও আহত হন কাস্টমসের সিপাহি পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘কাস্টমসের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রাতেই এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত