দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৫ বছরের এক কিশোরী। তার দাবি, স্থানীয় কলেজপড়ুয়া এক ছাত্রের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে সে।
উপজেলার রসুলপুরে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রী দেবিদ্বার উপজেলার স্থানীয় একটি নবম শ্রেণির ছাত্রী। অন্যদিকে ওই কলেজছাত্র স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বর্তমানে ওই ছাত্র পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার কথা হয় অবস্থান নেওয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে। সে বলে, ‘আমাদের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাজারের যাওয়ার পথে আমার বাড়ির লোকজন তাকে (প্রেমিক) আটক করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। আমি দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে একটি কক্ষে আটক করে রাখে। পরে এলাকা ছেড়ে যাওয়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আমার প্রেমিককে ছেড়ে দেয়। এ নিয়ে আমার কয়েকজন সহপাঠী আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমান শুরু করলে ওর (ছাত্র) বাড়িতে চলে আসি। এখন আমাদের বিয়ে না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।’
কলেজছাত্রের বাবা বলেন, ‘ওই মেয়ের চাচাসহ আরও কয়েকজন মিলে আমার ছেলেকে মারধর করেছেন। সে এখন ভয়ে বাড়িতে আসতে পারছে না। মেয়ে গত শুক্রবার আমার বাড়িতে চলে এসেছে। তাকে ফেরানোর জন্য তার পক্ষের লোকজনের সঙ্গে কথাবার্তা চলছে। এটি দ্রুত সমাধান করা হবে।’
এ বিষয়ে জানতে ওই স্কুলছাত্রীর চাচার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘স্কুলছাত্রী সম্পর্কে আমার প্রতিবেশী ভাতিজি হয়। কলেজছাত্রের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রকে ছাত্রীর চাচাসহ আরও কয়েকজন রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে এলাকা ছাড়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়। এখন শুনেছি ওই ছাত্রকে মারধর করায় লজ্জায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে ওই মেয়ে।’
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৫ বছরের এক কিশোরী। তার দাবি, স্থানীয় কলেজপড়ুয়া এক ছাত্রের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে সে।
উপজেলার রসুলপুরে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রী দেবিদ্বার উপজেলার স্থানীয় একটি নবম শ্রেণির ছাত্রী। অন্যদিকে ওই কলেজছাত্র স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বর্তমানে ওই ছাত্র পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার কথা হয় অবস্থান নেওয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে। সে বলে, ‘আমাদের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাজারের যাওয়ার পথে আমার বাড়ির লোকজন তাকে (প্রেমিক) আটক করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। আমি দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে একটি কক্ষে আটক করে রাখে। পরে এলাকা ছেড়ে যাওয়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আমার প্রেমিককে ছেড়ে দেয়। এ নিয়ে আমার কয়েকজন সহপাঠী আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমান শুরু করলে ওর (ছাত্র) বাড়িতে চলে আসি। এখন আমাদের বিয়ে না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।’
কলেজছাত্রের বাবা বলেন, ‘ওই মেয়ের চাচাসহ আরও কয়েকজন মিলে আমার ছেলেকে মারধর করেছেন। সে এখন ভয়ে বাড়িতে আসতে পারছে না। মেয়ে গত শুক্রবার আমার বাড়িতে চলে এসেছে। তাকে ফেরানোর জন্য তার পক্ষের লোকজনের সঙ্গে কথাবার্তা চলছে। এটি দ্রুত সমাধান করা হবে।’
এ বিষয়ে জানতে ওই স্কুলছাত্রীর চাচার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘স্কুলছাত্রী সম্পর্কে আমার প্রতিবেশী ভাতিজি হয়। কলেজছাত্রের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রকে ছাত্রীর চাচাসহ আরও কয়েকজন রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে এলাকা ছাড়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়। এখন শুনেছি ওই ছাত্রকে মারধর করায় লজ্জায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে ওই মেয়ে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে