বান্দরবান ও রুমা প্রতিনিধি
বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনাসদস্যসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বথিপাড়ার পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম হাবিবুর রহমান। তিনি বাহিনীটির সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সৈনিকের নাম মো. ফিরোজ। নিহত অপর তিন সন্ত্রাসীর এখনো পরিচয় পাওয়া যায়নি।
সেনাবাহিনী'র বান্দরবান ব্রিগেড অফিস থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে জেএসএসের মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারসহ তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরেক সেনা সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী সোর্সের মাধ্যমে খবর পায় যে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা রুমা জোনের অন্তর্গত পাখইপাড়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে রুমা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি সেনা টহল দল পাখইপাড়ার দিকে রওনা দেয়। বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে পাখইপাড়া যাওয়ার পথে বথিপাড়া এলাকায় গেলে পাশের জঙ্গলের একটি জুমঘর থেকে সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি করতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে সেনা টহল দলটিও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। সেনাবাহিনীর গুলিতে সন্ত্রাসী দলের তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেনা সদস্যদের গুলিতে দিশেহারা হয়ে সন্ত্রাসী দলের অন্য সাত থেকে আট সদস্য পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি সেনাবাহিনীর টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মাথায় বিদ্ধ হলে তিনি মারা যান। টহল দলের সৈনিক মো. ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হন। পরে সৈনিক ফিরোজকে উদ্ধার করে সেনাবাহিনীর চট্টগ্রাম সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযানে সেনা টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৭৫টি তাজা গুলি, তিনটি এম্যোনিশন ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের পাঁচটি গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর রুমা জোনের আওতাধীন বথিপাড়া এলাকায় সন্ত্রাসী বাহিনীর চারটি দল সন্ত্রাসী তৎপরতা চালায়। নিরাপত্তা বাহিনী যেকোনো সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সব সময় কাজ করছে।
সন্ত্রাসীরা জনসংহতি সমিতির মূল দলের সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হলেও এ বিষয়ে জনসংহতি সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সম্পর্কিত আরও পড়ুন:
বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনাসদস্যসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বথিপাড়ার পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম হাবিবুর রহমান। তিনি বাহিনীটির সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সৈনিকের নাম মো. ফিরোজ। নিহত অপর তিন সন্ত্রাসীর এখনো পরিচয় পাওয়া যায়নি।
সেনাবাহিনী'র বান্দরবান ব্রিগেড অফিস থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে জেএসএসের মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারসহ তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরেক সেনা সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী সোর্সের মাধ্যমে খবর পায় যে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা রুমা জোনের অন্তর্গত পাখইপাড়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে রুমা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি সেনা টহল দল পাখইপাড়ার দিকে রওনা দেয়। বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে পাখইপাড়া যাওয়ার পথে বথিপাড়া এলাকায় গেলে পাশের জঙ্গলের একটি জুমঘর থেকে সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি করতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে সেনা টহল দলটিও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। সেনাবাহিনীর গুলিতে সন্ত্রাসী দলের তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেনা সদস্যদের গুলিতে দিশেহারা হয়ে সন্ত্রাসী দলের অন্য সাত থেকে আট সদস্য পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি সেনাবাহিনীর টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মাথায় বিদ্ধ হলে তিনি মারা যান। টহল দলের সৈনিক মো. ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হন। পরে সৈনিক ফিরোজকে উদ্ধার করে সেনাবাহিনীর চট্টগ্রাম সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযানে সেনা টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৭৫টি তাজা গুলি, তিনটি এম্যোনিশন ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের পাঁচটি গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর রুমা জোনের আওতাধীন বথিপাড়া এলাকায় সন্ত্রাসী বাহিনীর চারটি দল সন্ত্রাসী তৎপরতা চালায়। নিরাপত্তা বাহিনী যেকোনো সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সব সময় কাজ করছে।
সন্ত্রাসীরা জনসংহতি সমিতির মূল দলের সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হলেও এ বিষয়ে জনসংহতি সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সম্পর্কিত আরও পড়ুন:
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে