চকরিয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই বোন মারা গেছে। ডুবে অসুস্থ হয়েছে আরেক শিশু। তারা সম্পর্কে চাচাতো বোন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হচ্ছে মিফতাহুল জান্নাত (১০) ও সানজিদা হোসেন ইমু (৮)। মিফতাহুল পৌরসভার কাহারিয়াঘোনা সিকদারপাড়ার জমির উদ্দিন ও সানজিদা নবী হোসেনের মেয়ে। অসুস্থ আরেক শিশু নবীর ছেলে আব্দুল আহাদ (৭)। পানিতে ডুবে জ্ঞান হারানো আহাদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে খেলছিল মিফতাহুল, সানজিদা ও আহাদ। খেলার সময় তিন জন মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সানজিদা ও তার ছোট ভাই আহাদকে পুকুরে ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে পুকুরে নামে মিফতাহুল। এক পর্যায়ে তিনজন পুকুরের পানিতে ডুবে যায়। তাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিফতাহুল ও সানজিদাকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আহাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী বলেন, ‘দুই শিশু হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আরেকজন শিশু আহাদকে কক্সবাজারে জেলা সদরে পাঠানো হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত