Ajker Patrika

দুর্নীতির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: ভূমিমন্ত্রী 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২: ৪৫
দুর্নীতির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: ভূমিমন্ত্রী 

চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আমার ১০ বছরের মন্ত্রিত্বকালে এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না। এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমার বাবা ব্যবসা করতেন, সেই সূত্রে আমি ব্যবসা করি। আপনাদের ভালোবাসায় আমি রাজনীতিতে এসেছি। কোনো প্রার্থীর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। সব প্রার্থী নিজেদের মতো প্রচারণা চালাবে।’ 

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া (আখতারুজ্জামান চৌধুরী বাবু) মন্ত্রী হবেন। সেই আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি। সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটা ওপেন চ্যালেঞ্জ।’ 

বিএনপিকে উদ্দেশ্য করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘একসময় বিএনপি বলত, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলাম চলে যাবে, আজান চলে যাবে। তাদের এসব মিথ্যা প্রমাণিত হলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে। দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সেটা বিশ্ব মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। এটা বেশি দিন থাকবে না। আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দ্রব্যমূল্য কমে যাবে—এটায় আস্থা রাখেন।’ 

আনোয়ারা-কর্ণফুলীর এ সংসদ সদস্য পরে আরেকটি জনসভায় বলেন, ‘বিএনপি-জামায়াত ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে না এসে ভোট বানচালের ষড়যন্ত্রে নেমেছে। তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।’ তিনি বলেন, ‘বিএনপি লন্ডনে বসে অসহযোগের ডাক দিল, ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে। এসব কার স্বার্থে? তরুণ প্রজন্মের কাছে আমার একটাই দাবি, তাদের প্রথম ভোট যেন স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত