Ajker Patrika

থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস পাহাড়ের খাদে, নিহত ২

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ০২
থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস পাহাড়ের খাদে, নিহত ২

বান্দরবানের থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে জীবননগরের পর্যটকবাহী একটি মাইক্রোবাস পাহাড়ের গভীর খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সারে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিজিবি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

নিহতদের মধ্যে একজনের নাম হামিদুল ইসলাম। তাঁকে হাসপাতালে আনার পর মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। অপরজনের নাম এখনও জানা যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক ও চালক ফারুক। 

থানচি-রুমা উপজেলা সীমানাতে জীবননগর নামক স্থানের পাহাড়ের তিন হাজার ফুট গভীর খাদে পড়ে মাইক্রোবাসউদ্ধারকারী পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারী ও চালকসহ মোট ৯ জন বান্দরবান সদর থেকে সকালে থানচির উদ্দেশে একটি মাইক্রোবাস করে রওনা দেন। সকাল সাড়ে ১০টায় থানচি-রুমা উপজেলা সীমান্তে জীবননগর নামক স্থানে পৌঁছালে পাহাড়ে নামার সময় ৩ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাস। অনেকে গাড়ি থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থল থেকে একজনে মরদেহ উদ্ধার এবং অপর আটজনকে গুরুতর আহত অবস্থা বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজন নিহত হন। 

ঘটনাস্থল থেকে দুইটি আইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে দুজনের পরিচয় শনাক্ত করা হয়ঘটনাস্থলে উদ্ধারকারী থানচি থানার সহকারী উপপরিদর্শক সত্য ব্রত চাকমা বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে একজন মারা গেছেন। এতে আটজন পর্যটক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

সড়ক দুর্ঘটনা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত