Ajker Patrika

মিরসরাইয়ে পুকুরে ডুবে মারা গেল ৩ বছরের শিশু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরে ডুবে মারা গেল ৩ বছরের শিশু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিশা আক্তার ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।

স্বজনরা জানান, আজ রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে কোনো এক সময় সে পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত