ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৩: ০৮
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মুলামবাড়ির কাতারপ্রবাসী রাজনের স্ত্রী। তাঁর সাত বছরের এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুছ আহমেদ বলেন, রেশমা আক্তার সোমার স্বামী দুই মাস আগে কাতার থেকে দেশে আসেন। তিনি দেশে ফেরার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার রাতে উভয় পরিবারের লোকজন এই কলহ মীমাংসার জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। রাতেই পরিবারের লোকজন তাঁকে ডাকতে গেলে দেখা যায় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত