মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে তিন আরোহী নিহত হয়েছে। তারা তিনজনই স্কুলছাত্র। এ সময় আরো একজন আহত হয়। চারজনই এক মোটরসাইকেলের আরোহী।
শনিবার দুপুর ১২টা নাগাদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। ইমাম হোসেন নিজামপুর মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আকিব একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফাত হোসেন (১৬) মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সালাহ উদ্দিনের ছেলে। সে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ইউটার্নের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। লাশ উদ্ধার করে টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপর আরোহী আরাফাত মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, ‘আকিব ও জনি আমার ওয়ার্ডের আহম্মদ ডাক্তারবাড়ীর আবুল হাশেম ও আবুল কাশেমের ছেলে। তারা সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা সব সময় মোটরসাইকেল নিয়ে একসঙ্গে চলাফেরা করত। আজ সকালে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আরও দুই বন্ধুসহ সীতাকুণ্ড যাচ্ছিল।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহগুলো বুঝে নিয়েছি। এশার নামাজের পর দুজনের একসঙ্গে জানাজা নাজাম অনুষ্ঠিত হয়েছে।’
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একসঙ্গে তরতাজা তিনটি ছেলে চলে গেল! আমার ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেনের জানাজা নামাজ মাগরিবের পর অনুষ্ঠিত হয়েছে।’
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে চার বন্ধু এক মোটরসাইকেলে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তারা মাথায় আঘাত পেয়েছে। তিনজনের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার পরপর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর।
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে তিন আরোহী নিহত হয়েছে। তারা তিনজনই স্কুলছাত্র। এ সময় আরো একজন আহত হয়। চারজনই এক মোটরসাইকেলের আরোহী।
শনিবার দুপুর ১২টা নাগাদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। ইমাম হোসেন নিজামপুর মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আকিব একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফাত হোসেন (১৬) মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সালাহ উদ্দিনের ছেলে। সে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ইউটার্নের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। লাশ উদ্ধার করে টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপর আরোহী আরাফাত মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, ‘আকিব ও জনি আমার ওয়ার্ডের আহম্মদ ডাক্তারবাড়ীর আবুল হাশেম ও আবুল কাশেমের ছেলে। তারা সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা সব সময় মোটরসাইকেল নিয়ে একসঙ্গে চলাফেরা করত। আজ সকালে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আরও দুই বন্ধুসহ সীতাকুণ্ড যাচ্ছিল।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহগুলো বুঝে নিয়েছি। এশার নামাজের পর দুজনের একসঙ্গে জানাজা নাজাম অনুষ্ঠিত হয়েছে।’
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একসঙ্গে তরতাজা তিনটি ছেলে চলে গেল! আমার ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেনের জানাজা নামাজ মাগরিবের পর অনুষ্ঠিত হয়েছে।’
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে চার বন্ধু এক মোটরসাইকেলে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তারা মাথায় আঘাত পেয়েছে। তিনজনের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার পরপর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২৮ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে