নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ইতালির নাগরিক এক আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাইকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, ক্রিস্টিনা জেমা সম্প্রতি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। এতে তাঁর তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমার সঙ্গে বাংলাদেশি দুই তরুণ-তরুণী ছিলেন।
ঘটনার পর ক্রিস্টিনা জিমা সাংবাদিকদের বলেন, তিনজন রাত ৯টার দিকে দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজীর দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এ জন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা তোলেন। তিনজন হেঁটে কর্ণফুলী টাওয়ারের সামনে পৌঁছানোর পর তাঁদের গা ঘেঁষে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা গতি কিছুটা শ্লথ করে। এরপর দরজা খুলে ভেতর থেকেই ক্রিস্টিনার কাঁধের ব্যাগ টেনে নিয়ে দ্রুত চলে যায়। ক্রিস্টিনার ব্যাগে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।’
চট্টগ্রাম নগরীতে ইতালির নাগরিক এক আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাইকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, ক্রিস্টিনা জেমা সম্প্রতি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। এতে তাঁর তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমার সঙ্গে বাংলাদেশি দুই তরুণ-তরুণী ছিলেন।
ঘটনার পর ক্রিস্টিনা জিমা সাংবাদিকদের বলেন, তিনজন রাত ৯টার দিকে দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজীর দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এ জন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা তোলেন। তিনজন হেঁটে কর্ণফুলী টাওয়ারের সামনে পৌঁছানোর পর তাঁদের গা ঘেঁষে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা গতি কিছুটা শ্লথ করে। এরপর দরজা খুলে ভেতর থেকেই ক্রিস্টিনার কাঁধের ব্যাগ টেনে নিয়ে দ্রুত চলে যায়। ক্রিস্টিনার ব্যাগে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৯ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে