লামায় বন্দুকসহ যুবক আটক

বান্দরবান প্রতিনিধি
Thumbnail image

বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবক ত্রিপুরা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

জানা যায়, জুয়েল ত্রিপুরাসহ আরও দুজন সংঘবদ্ধ হয়ে বন্দুকের ভয় দেখিয়ে উপজেলার নাইক্ষ্যংমুখ এলাকার স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল জুয়েল ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুজন পালিয়ে যায়। 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত