নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে কিছু শক্তি আছে, যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের ওপর আস্থা নাই। যারা নির্বাচন ব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়। কারণ, তারা জানে, নির্বাচনে গেলে পরাজয় নিশ্চিত। নির্বাচনে তাদের যে ফলাফল আসার দরকার, সে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। তারা শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করছে।’
শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে শুলকবহর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী শামসুল আলম সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাসান উসমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদীয় সরকারে গিয়ে দেশের সব পরিবর্তন আনবে। এখানে আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি। তাই অতিসত্বর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে। আর কেউ নয়।
বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার তাগাদা দিয়ে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাজনীতি এখন বদলে গেছে। আগের রাজনীতি এখন আর চলবে না। নতুন রাজনীতি হচ্ছে শৃঙ্খলার রাজনীতি। সুশৃঙ্খল রাজনীতি। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন আমাদের লালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত একটি সংসদ চাই, সরকার চাই; যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সকলে মিলে আমরা ইনশা আল্লাহ এটা বাস্তবায়ন করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে কিছু শক্তি আছে, যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের ওপর আস্থা নাই। যারা নির্বাচন ব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়। কারণ, তারা জানে, নির্বাচনে গেলে পরাজয় নিশ্চিত। নির্বাচনে তাদের যে ফলাফল আসার দরকার, সে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। তারা শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করছে।’
শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে শুলকবহর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী শামসুল আলম সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাসান উসমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদীয় সরকারে গিয়ে দেশের সব পরিবর্তন আনবে। এখানে আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি। তাই অতিসত্বর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে। আর কেউ নয়।
বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার তাগাদা দিয়ে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাজনীতি এখন বদলে গেছে। আগের রাজনীতি এখন আর চলবে না। নতুন রাজনীতি হচ্ছে শৃঙ্খলার রাজনীতি। সুশৃঙ্খল রাজনীতি। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন আমাদের লালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত একটি সংসদ চাই, সরকার চাই; যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সকলে মিলে আমরা ইনশা আল্লাহ এটা বাস্তবায়ন করব।’
রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামের এক নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিসানও আছেন। ভুক্তভোগী ওই নারী দৈনিক ইংরেজি পত্রিকা নিউ এইজে কাজ করেন। এ ঘটনায় তিনি রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
১২ মিনিট আগেরাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী দৈনিক ইংরেজি পত্রিকা নিউ এইজে কাজ করেন। এ ঘটনায় তিনি রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২৪ মিনিট আগেআখতার হোসেন বলেন, ‘নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যাঁরা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দেশের স্বার্থে যাঁদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই আলাপ-আলোচনা করে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি।
২৬ মিনিট আগেযশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে