Ajker Patrika

আরও ৩ মামলায় মামুনুল হকের জামিন, বাকি আরও ২১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৩, ১৮: ৫৩
আরও ৩ মামলায় মামুনুল হকের জামিন, বাকি আরও ২১ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ জামিন দেন।

এর আগে ৩ মে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ দুই মামলায় জামিন স্থগিত চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত ৭ মে তা বহাল রাখেন।

জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ১২টি মামলায় গ্রেপ্তারের আগেই জামিন পেয়েছিলেন। এখন দুই দফায় ৮টিতে জামিন পেলেন তিনি। তবে মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি ২১ মামলায় জামিন প্রয়োজন। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামুনুল হকের বিরুদ্ধে করা ৪১টি মামলার মধ্যে মতিঝিল থানায় ৪টি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ৩টি, সিদ্ধিরগঞ্জে ৩টি, চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ৮টি, খুলনার সোনাডাঙ্গা থানায় ১টি, কুমিল্লার চান্দিনা থানায় ১টি, রাজধানীর ভাটারা থানায় ১টি, মোহাম্মদপুর থানায় ১টি, দারুস সালাম থানায় ৫টি ও মিরপুর মডেল থানায় ৩টি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২ সালে ৪টি, ১৩ সালে ১৪টি, ১৫ সালে ২টি, ২০ সালে ১টি এবং ২১ সালে ২০টি মামলা দায়ের করা হয় মামুনুল হকের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত