Ajker Patrika

হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের জাজিরায় হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও গত ৮ মাসে মামলার কোনো অগ্রগতি না হওয়া ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনদের দাবি, হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ এই ঘটনাটি গুরুত্ব না দেওয়ায় আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জোরালো দাবি জানানো হয়। 

উল্লেখ্য, জাজিরা পৌর শহরের পূর্ব আরাচন্ডি এলাকার কৃষক সোনা মিয়া ফকির (৭০) করোনায় আক্রান্ত হয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় গত বছরের ১৭ আগস্ট নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর ২১ আগস্ট হাসপাতালের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে সোনা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ২৬ আগস্ট নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে জাজিরা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত