Ajker Patrika

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আটকা পড়া যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০: ৪৩
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আটকা পড়া যুবক উদ্ধার

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনের তিনতলার বাইরের দেয়ালে আটকে পড়া এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তির নাম জানা যায়নি।
 
আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ। আজ বেলা তিনটার দিকে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে রাশিদ বিন খালিদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনের তিনতলার বাইরের দেয়ালে ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে পড়া ২৮ থেকে ২৯ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এখন পর্যন্ত তাঁর নাম জানা যায়নি। উদ্ধারের পর তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হেফাজতে দেওয়া হয়েছে।
 
ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ আরও জানান, বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে খবর পায়। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দুই ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আটকে পড়া যুবককে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষ করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুলিশের মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি সেখানে কীভাবে গেলেন, তা জানা যায়নি। তবে তিনি সুস্থ আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত