Ajker Patrika

মানিকগঞ্জ-১: নৌকার টিকিট কেটেছেন আটজন, তৃণমূলে উদ্বেগ

শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ-১: নৌকার টিকিট কেটেছেন আটজন, তৃণমূলে উদ্বেগ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের প্রত্যাশায় ফরম কিনেছেন ৮ জন। এদের মধ্যে নৌকার টিকিট কে পাচ্ছেন তা নিয়ে তৃণমূলে দলীয় নেতা-কর্মীরা রয়েছেন বেশ উদ্বিগ্ন। 

দলীয় মনোনয়ন লাভের আশায় এ আসনে নৌকার মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য এএম. নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক সংসদ সদস্য এবিএম. আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ শিহাব উদ্দিন। 

সর্বশেষ কার হাতে যাবে নৌকার টিকিট এ নিয়ে তৃণমূলে নেতা-কর্মীরা বেশ উদ্বেগে রয়েছেন। তবে কৌশলে তাঁদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। 

দলীয় বিভিন্ন সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, মনোনয়ন লাভের প্রত্যাশায় যারাই ফরম সংগ্রহ করছেন না কেন, দলের তৃণমূলের নেতা-কর্মী বান্ধবের হাতেই নৌকার টিকিট তুলে দেবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। 

শিবালয়-ঘিওর ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে তাঁদের বড় অংশ এ প্রতিবেদককে জানিয়েছেন, বর্তমান সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয়ের পুনরায় নৌকার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছ। এ ক্ষেত্রে বাকি নেতা-কর্মীরা বলছেন ভিন্ন কথা। 

তাঁদের বক্তব্য, গত কয়েক বছরে দলীয় নেতা-কর্মীদের পাশ কাটিয়ে দুর্জয় তাঁর পরিবার ও পছন্দের লোকজন দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ বৈধ-অবৈধ নানা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। শিবালয়ে হাইটেক পার্ক, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে নানা নাটকীয়তায় ক্ষুব্ধ জনসাধারণ। 

প্রকল্প ও অনুদানে অংশী হতে না পারায় নিজ পরিবারের মধ্যেও চলছে গৃহদাহ। এরই মধ্যে মাঠের দায়িত্বশীল অনেক নেতা-কর্মী বয়কট করছে তাঁর নানা মিটিং-মিছিল ও সমাবেশ। সব মিলিয়ে দুর্জয় পুনরায় মনোনয়ন পেলে মনোনয়নপ্রত্যাশী বাকিদের বেশির ভাগ তা প্রত্যাখ্যান করে দল বা অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বিকল্প কিছু করবেন—এমনটাই স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। তবে মনোনয়নপ্রত্যাশীরা কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

নাম পদবি প্রকাশ না করার শর্তে দলের সিনিয়র কয়েকজন নেতা বলেছেন, বর্তমান এমপি দলের ত্যাগী ও দায়িত্বশীল অনেককে কাছে টানতে না পারায় নতুনদের কদর বেড়েছে। মনোনয়নপ্রত্যাশী নতুন দু’একজনের সভা-সমাবেশে লোকসমাগম বাড়ছে। এসব মিলিয়ে কে পাচ্ছেন নৌকা টিকিট তা নিয়ে তৃণমূলে নেতা–কর্মীরা বেশ উদ্বিগ্ন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত