নিখোঁজের এক মাস পর পুকুরে মিলল কিশোরের বস্তাবন্দী লাশ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৫: ৩০
Thumbnail image

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের এক মাস পর আকাশ মাতুব্বর (১৭) নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দুয়ারীডাঙ্গা গ্রামের পুকুর থেকে ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহালম মাতুব্বরের ছেলে। সে পেশায় ভ্যানচালক ছিল।

আকাশের বাবা শাহালম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আকাশ। পরে আর বাড়ি ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুঁজি করে পরদিন ৭ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশে একটি বাগানে আকাশের ভ্যান এবং পায়ের একটি জুতা পাওয়া যায়। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারীডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় শ্রমিকেরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। লাশ ওপরে নিয়ে এলে নিশ্চিত হয় এটি নিখোঁজ কিশোর আকাশের লাশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত