সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র, দিনমজুরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন, ‘বাবাকে আমার খুব মনে পড়ে। অনেক ভালোবাসি বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যেন ট্রিপল হত্যা মামলার আসামিদের বিচার করেন। আমার বাবার খুনিদের যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।’
এ সময় নিহতদের পরিবারের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল রুমেল ও অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র, দিনমজুরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন, ‘বাবাকে আমার খুব মনে পড়ে। অনেক ভালোবাসি বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যেন ট্রিপল হত্যা মামলার আসামিদের বিচার করেন। আমার বাবার খুনিদের যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।’
এ সময় নিহতদের পরিবারের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল রুমেল ও অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে