নগরকান্দায় ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬: ১০
Thumbnail image

ফরিদপুরের নগরকান্দায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে তথ্য ও প্রযুক্তি এবং হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্র থেকে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃত পরীক্ষার্থীরা ভাঙ্গা উপজেলার মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। 

কেন্দ্রসচিব অধ্যাপক ফারুক হোসেন বলেন, নকলের দায়ে একজনকে এবং পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত