Ajker Patrika

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। 

তিনি ওই ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে এবং উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (রোববার) সকালে সৌরভ চন্দ্র কাপাসিয়া বাজার থেকে কেনাকাটা শেষে অটোরিকশা দিয়ে বরুন গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৩৮৫৫) অটোরিকশাকে ধাক্কা দিলে সৌরভ সিটকে পড়েন। এ সময় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে স্থানীরা কাভার্ডভ্যানের চালক আব্দুল বাছির (২৮) ও তার সহযোগী মো. আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কাভার্ডভ্যানটি গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে সুতা বোঝাই করে কাপাসিয়া বাইপাস সড়ক দিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত