Ajker Patrika

শ্রীপুরে আগুনে পুড়ল প্রান্তিক কৃষকের স্বপ্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৪: ৪১
শ্রীপুরে আগুনে পুড়ল প্রান্তিক কৃষকের স্বপ্ন

গাজীপুরের শ্রীপুরে আসবাবপত্রসহ এক কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে বাড়ির পাশে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁসমুরগি। গতকাল সোমবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের কৃষক মোস্তফা কামালের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সন্ধ্যায় গরু-ছাগল ও হাঁসমুরগি গোয়ালঘরে রেখে বাড়ির পাশে দোকানে চলে যাই। এ সময় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে আমার তিনটি গরু, তিনটি ছাগল ও হাঁসমুরগি পুড়ে মারা যায়। আসবাবপত্রসহ আমার বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরে কীভাবে আগুন লাগল বলতে পারছি না।’

মোস্তফা কামাল আরও বলেন, সম্প্রতি গরু চুরি বেড়ে গেছে। যে কারণে গোয়ালঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন।

প্রতিবেশী আক্তার হোসেন বলেন, কৃষক মোস্তফা কামাল খুবই কষ্ট করে সংসার চালান। গবাদিপশু হাঁসমুরগি পালন করেন নিয়মিত। অন্যের জমি থেকে পশুখাদ্য সংগ্রহ করেন সারা দিন। তাঁর স্বপ্ন নিমেষেই পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কৃষকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত