আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সম্প্রতি ১২৮টি পুকুর ইজারা দেওয়া দরপত্র আহ্বান করে। পরে মামলায় জটিলতা থাকা ২৪টি ইজারা স্থগিত করে ৮৯টি পুকুর ইজারা দেওয়া হয়। জলমহাল ব্যবস্থাপনা কমিটি উৎকোচ নিয়ে গোপনে ভুয়া ১৭টি মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে ১৩টি সমিতির নামে ১৬টি পুকুর ইজারা দিয়েছেন। এ ছাড়া ১৭টি পুকুর ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলেও কাগজপত্র জালিয়াতিসহ নানা অনিয়ম-দুর্নীতি করে ৮৯টি পুকুর ইজারা দিয়েছেন জলমহাল কমিটি। এতে অন্তত কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে জলমহাল কমিটির বিরুদ্ধে। এসব বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ছয় সদস্যবিশিষ্ট জলমহাল ইজারা কমিটির আহ্বায়ক ইউএনও, সদস্যসচিব এসিল্যান্ড, সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সমাজসেবা ও মহিলাবিষয়ক কর্মকর্তা।
অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি করে জলমহাল ইজারা দেওয়ার অভিযোগ এনে ছোপনাল, সাজা মিয়া ও রবাত আলী নামের কয়েকজন জেলে গত ১৮ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
পূর্ব দইহারা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. শাহিন মিয়া বলেন, ‘বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় যে সব মৎস্য সমবায় সমিতিকে পুকুর লিজ দেওয়া হয়েছে, সে সব সমিতি অবৈধ।’ এ দিকে অভিযোগ উঠেছে, তিন একরের বেশি আয়তনের পুকুর ইজারা দেওয়া হয় ৫০-৫৫ হাজার টাকায়। হাতবদলে ওই পুকুর ইজারা হয় ৭-৮ লাখ টাকায়।
সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. আসাদুজ্জামান বলেন, সব বিধিবিধান মেনে পুকুর ইজারা দেওয়া হয়েছে। ভুয়া সমিতিকে পুকুর ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে এসব পুকুর ইজারা দেওয়া হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের বলেন, ‘উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আমাকে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি সেভাবেই কাজ করেছেন। কোনো অনিয়ম হয়ে থাকলে সে দায়ভার আমার নয়।’
এ দিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ডিসির কাছে অভিযোগ করতে বলেছেন।
জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘ইউএনও এমন কাজ করতে পারেন না। তবে বিষয়টি খতিয়ে দেখব।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সম্প্রতি ১২৮টি পুকুর ইজারা দেওয়া দরপত্র আহ্বান করে। পরে মামলায় জটিলতা থাকা ২৪টি ইজারা স্থগিত করে ৮৯টি পুকুর ইজারা দেওয়া হয়। জলমহাল ব্যবস্থাপনা কমিটি উৎকোচ নিয়ে গোপনে ভুয়া ১৭টি মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে ১৩টি সমিতির নামে ১৬টি পুকুর ইজারা দিয়েছেন। এ ছাড়া ১৭টি পুকুর ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলেও কাগজপত্র জালিয়াতিসহ নানা অনিয়ম-দুর্নীতি করে ৮৯টি পুকুর ইজারা দিয়েছেন জলমহাল কমিটি। এতে অন্তত কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে জলমহাল কমিটির বিরুদ্ধে। এসব বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ছয় সদস্যবিশিষ্ট জলমহাল ইজারা কমিটির আহ্বায়ক ইউএনও, সদস্যসচিব এসিল্যান্ড, সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সমাজসেবা ও মহিলাবিষয়ক কর্মকর্তা।
অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি করে জলমহাল ইজারা দেওয়ার অভিযোগ এনে ছোপনাল, সাজা মিয়া ও রবাত আলী নামের কয়েকজন জেলে গত ১৮ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
পূর্ব দইহারা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. শাহিন মিয়া বলেন, ‘বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় যে সব মৎস্য সমবায় সমিতিকে পুকুর লিজ দেওয়া হয়েছে, সে সব সমিতি অবৈধ।’ এ দিকে অভিযোগ উঠেছে, তিন একরের বেশি আয়তনের পুকুর ইজারা দেওয়া হয় ৫০-৫৫ হাজার টাকায়। হাতবদলে ওই পুকুর ইজারা হয় ৭-৮ লাখ টাকায়।
সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. আসাদুজ্জামান বলেন, সব বিধিবিধান মেনে পুকুর ইজারা দেওয়া হয়েছে। ভুয়া সমিতিকে পুকুর ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে এসব পুকুর ইজারা দেওয়া হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের বলেন, ‘উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আমাকে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি সেভাবেই কাজ করেছেন। কোনো অনিয়ম হয়ে থাকলে সে দায়ভার আমার নয়।’
এ দিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ডিসির কাছে অভিযোগ করতে বলেছেন।
জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘ইউএনও এমন কাজ করতে পারেন না। তবে বিষয়টি খতিয়ে দেখব।’
ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সজীব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
৩৩ মিনিট আগেআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমাতে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে। চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মর্কতারা বলছেন, পরিবর্
৭ ঘণ্টা আগেঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
৮ ঘণ্টা আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
৯ ঘণ্টা আগে