নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিম। আজ সোমবার এক শিক্ষার্থী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বেলা ৩টা ৩৫ মিনিটে আদালতে হাজির করার পর এজলাসে আসামিদের কাঠগড়ায় রাখা হয় হাজি সেলিমকে। তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
কাঠগড়ায় ওঠানোর পরেই তিনি কাঁদতে শুরু করেন। একপর্যায়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যে মুখ ঢেকে রাখেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, তিনি খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় জড়িত। তখন তিনি হাত নেড়ে অস্বীকার করেন। ইশারায় তিনি জানান, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন।
একসময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, হাজি সেলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। তখনো তিনি হাত নেড়ে অস্বীকার করেন।
শুনানির আগে আইনজীবী নিয়োগের জন্য হাজি সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর করার অনুমতি দেন আইনজীবী প্রাণনাথ। তাঁকে স্বাক্ষর করতে বললে তিনি স্বাক্ষর করতে পারেন না। তাঁর হাত অচল বলে তিনি ইশারায় জানান। এরপর আইনজীবী তাঁর টিপসই নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রোববার দিবাগত রাতে হাজি সেলিমকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অ্যাডভোকেট প্রাণনাথ আজকের পত্রিকাকে বলেন, হাজি সেলিম বাক্প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তাঁর হাত অচল। লিখতে পারেন না। এসব কথা আদালতকে বলা হয়েছে। তারপরও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিম। আজ সোমবার এক শিক্ষার্থী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বেলা ৩টা ৩৫ মিনিটে আদালতে হাজির করার পর এজলাসে আসামিদের কাঠগড়ায় রাখা হয় হাজি সেলিমকে। তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
কাঠগড়ায় ওঠানোর পরেই তিনি কাঁদতে শুরু করেন। একপর্যায়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যে মুখ ঢেকে রাখেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, তিনি খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় জড়িত। তখন তিনি হাত নেড়ে অস্বীকার করেন। ইশারায় তিনি জানান, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন।
একসময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, হাজি সেলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। তখনো তিনি হাত নেড়ে অস্বীকার করেন।
শুনানির আগে আইনজীবী নিয়োগের জন্য হাজি সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর করার অনুমতি দেন আইনজীবী প্রাণনাথ। তাঁকে স্বাক্ষর করতে বললে তিনি স্বাক্ষর করতে পারেন না। তাঁর হাত অচল বলে তিনি ইশারায় জানান। এরপর আইনজীবী তাঁর টিপসই নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রোববার দিবাগত রাতে হাজি সেলিমকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অ্যাডভোকেট প্রাণনাথ আজকের পত্রিকাকে বলেন, হাজি সেলিম বাক্প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তাঁর হাত অচল। লিখতে পারেন না। এসব কথা আদালতকে বলা হয়েছে। তারপরও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মচারী নিয়োগে আড়াই থেকে চার লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুষ লেনদেনের বিষয় অস্বীকার করেছে।
১৮ মিনিট আগেগ্রাহকের দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ
২৫ মিনিট আগেআলোচিত-সমালোচিত সাময়িক বরখাস্ত হওয়া সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. ইমরান আহম্মেদ তাঁর জামিন দেন...
৪২ মিনিট আগেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে তখন পর্যটকেরা সেন্টমার্টিনমুখী হবেন। তবে আবারও দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
১ ঘণ্টা আগে