রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মণ্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করত।
আহতরা হলো মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় রাসেল। ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মণ্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করত।
আহতরা হলো মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় রাসেল। ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুটি সীমান্ত পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আরও একজন আহত হয়েছে। পৃথক এ দুই ঘটনায় নিখোঁজ দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
২ মিনিট আগেরাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতি
৩১ মিনিট আগেপাঠ্যবইয়ে যথাযথভাবে চব্বিশের গণ-অভ্যুত্থান তুলে ধরতে বই পরিমার্জনের দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের প্রতিফলন না হওয়া, ইতিহাস বিকৃতি, ব্যবহৃত ছবি নিয়ে প্রশ্ন ও মানহীনতা, বইয়ের অপ্রাসঙ্গিক প্রচ্ছদ এবং বিষয়বস্
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে