জাবি প্রতিনিধি
ঢাকার গাবতলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাদ নামে এক ছাত্রকে ধাক্কা দেয় সেলফী পরিবহনের একটি বাস। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে ২০টি গাড়ি আটকে রাখে শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে ২০ হাজার টাকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয় বলে মালিকপক্ষ দাবি করেছে।
আজ শুক্রবার দুপুরে বাসগুলো আটকানোর পর প্রায় তিন ঘণ্টা রাস্তার পাশে থামিয়ে রাখা হয়। এর মধ্যে মালিকপক্ষের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এ সময় ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা হলে বাসগুলো ছাড়া হয় বলে দাবি করেছে মালিকপক্ষ।
ভুক্তভোগী ছাত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থী।
আব্দুল্লাহ আল সাদ সংবাদিকদের বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে সেলফী পরিবহনের বাসে উঠতে গেছিলাম। তখন জাহাঙ্গীরনগর যাব বললে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন আমি আঘাত পাই এবং আমার ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।’
জানা গেছে, ভুক্তভোগীর আবাসিক হলের ৪৯ ব্যাচের ছাত্ররা সেলফী পরিবহনের বাসগুলো যাত্রাপথে থামিয়ে চাবি ছিনিয়ে নেয়। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটনের অনুসারী।
সেলফী পরিবহনের মালিকদের একজন বলেন, ‘ছাত্ররা আমোদের অন্তত ২০টি বাস আটকে রাখে। এতে আমাদের বেশ ক্ষতি হয়েছে। উপরন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন আমাদের সঙ্গে আলোচনা করে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের মাধ্যমে সমঝোতা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান লিটন সংবাদিকদের বলেন, ‘বাস আটকানোর ঘটনা শুনেছি। সম্যসার সমাধান হয়েছে। টাকা পয়সার ব্যাপারে আমার জানা নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সমস্যার সমাধান চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান-হাসান বলেন, ‘সেখানে নিরাপত্তা শাখার এক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দিয়েছে। তবে বাস মালিক বা শিক্ষার্থীরা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
ঢাকার গাবতলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাদ নামে এক ছাত্রকে ধাক্কা দেয় সেলফী পরিবহনের একটি বাস। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে ২০টি গাড়ি আটকে রাখে শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে ২০ হাজার টাকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয় বলে মালিকপক্ষ দাবি করেছে।
আজ শুক্রবার দুপুরে বাসগুলো আটকানোর পর প্রায় তিন ঘণ্টা রাস্তার পাশে থামিয়ে রাখা হয়। এর মধ্যে মালিকপক্ষের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এ সময় ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা হলে বাসগুলো ছাড়া হয় বলে দাবি করেছে মালিকপক্ষ।
ভুক্তভোগী ছাত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থী।
আব্দুল্লাহ আল সাদ সংবাদিকদের বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে সেলফী পরিবহনের বাসে উঠতে গেছিলাম। তখন জাহাঙ্গীরনগর যাব বললে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন আমি আঘাত পাই এবং আমার ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।’
জানা গেছে, ভুক্তভোগীর আবাসিক হলের ৪৯ ব্যাচের ছাত্ররা সেলফী পরিবহনের বাসগুলো যাত্রাপথে থামিয়ে চাবি ছিনিয়ে নেয়। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটনের অনুসারী।
সেলফী পরিবহনের মালিকদের একজন বলেন, ‘ছাত্ররা আমোদের অন্তত ২০টি বাস আটকে রাখে। এতে আমাদের বেশ ক্ষতি হয়েছে। উপরন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন আমাদের সঙ্গে আলোচনা করে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের মাধ্যমে সমঝোতা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান লিটন সংবাদিকদের বলেন, ‘বাস আটকানোর ঘটনা শুনেছি। সম্যসার সমাধান হয়েছে। টাকা পয়সার ব্যাপারে আমার জানা নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সমস্যার সমাধান চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান-হাসান বলেন, ‘সেখানে নিরাপত্তা শাখার এক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দিয়েছে। তবে বাস মালিক বা শিক্ষার্থীরা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
১২ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৪২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে