পলাশে গাড়িচাপায় যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৮
Thumbnail image

নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং প্রাণ কোম্পানির কর্মচারী ছিলেন। 

স্থানীয়রা জানান, রুবেল তিন দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেন। রোববার সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজীর চর গ্রামের মূল সড়কে পৌঁছালে পেছন থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে চালক পালিয়ে যান। 

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত