গাজীপুর প্রতিনিধি
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মধ্যরাতের পর যানজট কমে গেলেও সকাল থেকে আবারও বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। এ কারণে গাজীপুর থেকে চন্দ্রা ও আশুলিয়া থেকে চন্দ্রামুখী সড়কে থেমে থেমে চলছে গাড়ি।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সোমবার গাজীপুরের এবং সাভার এলাকার বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে বিকেলের পর থেকে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মধ্যরাত পর্যন্ত এই যানজট ছিল। পুলিশি তৎপরতায় রাতে যানজট কমে গিয়ে সকালে চন্দ্রা এলাকার পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যায়।
তাঁরা আরও বলেন, গতকাল সোমবার বাড়ির উদ্দেশে রওনা দিয়ে ব্যর্থ হয়ে যাঁরা বাসায় ফিরে গিয়েছিলেন, আজ মঙ্গলবার সকালে তাঁরা পুনরায় সড়কে নেমে এসেছেন। এ ছাড়া অবশিষ্ট বিভিন্ন শিল্পকারখানায় আজকে ছুটি দেওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। এ কারণে চন্দ্রা ও আশপাশের প্রায় দুই কিলোমিটারের মতো এলাকায় থেমে থেমে চলছে গাড়ি।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর-টাঙ্গাইল সড়কে চন্দ্রার পূর্বে দুই কিলোমিটারের মতো এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে গন্তব্যে যাওয়ার জন্য যানবাহনের আশায় পোশাকশ্রমিকেরা অপেক্ষা করছেন। কোনো গাড়ি এলেই দৌড়ে সেটাতে ওঠার চেষ্টা করছেন। এতে গাড়ির গতি কমে আসে এবং পেছনে যানবাহনের সারি বাড়তে থাকে।
গাইবান্ধায় যাওয়ার জন্য গতকাল স্ত্রীসহ এসেছিলেন হানিফ মিয়া। তিনি বলেন, ‘অনেক রাত পর্যন্ত পরিবার নিয়ে অপেক্ষা করেও গাড়িতে উঠতে না পেরে রাতে বাসায় ফিরে গিয়েছিলাম। এখন আবার এসেছি। তিনি আশা করছেন, খুব তাড়াতাড়ি কাঙ্ক্ষিত যানবাহনে উঠতে পারবেন। তাঁর মতে, গতকালের তুলনায় আজকে সড়কের অবস্থা অনেকটাই স্বাভাবিক।
এসব বিষয় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, সোমবার বিকেলের পর থেকে সড়কের পরিস্থিতি কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। আমরা রাতে সেগুলো পরিষ্কার করেছি। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও সড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, চন্দ্রার বিভিন্ন দিকে কয়েক কিলোমিটারব্যাপী যানবাহনের গতি কম থাকলেও ঈদ যাত্রা আজকে সহনীয় আছে।
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মধ্যরাতের পর যানজট কমে গেলেও সকাল থেকে আবারও বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। এ কারণে গাজীপুর থেকে চন্দ্রা ও আশুলিয়া থেকে চন্দ্রামুখী সড়কে থেমে থেমে চলছে গাড়ি।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সোমবার গাজীপুরের এবং সাভার এলাকার বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে বিকেলের পর থেকে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মধ্যরাত পর্যন্ত এই যানজট ছিল। পুলিশি তৎপরতায় রাতে যানজট কমে গিয়ে সকালে চন্দ্রা এলাকার পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যায়।
তাঁরা আরও বলেন, গতকাল সোমবার বাড়ির উদ্দেশে রওনা দিয়ে ব্যর্থ হয়ে যাঁরা বাসায় ফিরে গিয়েছিলেন, আজ মঙ্গলবার সকালে তাঁরা পুনরায় সড়কে নেমে এসেছেন। এ ছাড়া অবশিষ্ট বিভিন্ন শিল্পকারখানায় আজকে ছুটি দেওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। এ কারণে চন্দ্রা ও আশপাশের প্রায় দুই কিলোমিটারের মতো এলাকায় থেমে থেমে চলছে গাড়ি।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর-টাঙ্গাইল সড়কে চন্দ্রার পূর্বে দুই কিলোমিটারের মতো এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে গন্তব্যে যাওয়ার জন্য যানবাহনের আশায় পোশাকশ্রমিকেরা অপেক্ষা করছেন। কোনো গাড়ি এলেই দৌড়ে সেটাতে ওঠার চেষ্টা করছেন। এতে গাড়ির গতি কমে আসে এবং পেছনে যানবাহনের সারি বাড়তে থাকে।
গাইবান্ধায় যাওয়ার জন্য গতকাল স্ত্রীসহ এসেছিলেন হানিফ মিয়া। তিনি বলেন, ‘অনেক রাত পর্যন্ত পরিবার নিয়ে অপেক্ষা করেও গাড়িতে উঠতে না পেরে রাতে বাসায় ফিরে গিয়েছিলাম। এখন আবার এসেছি। তিনি আশা করছেন, খুব তাড়াতাড়ি কাঙ্ক্ষিত যানবাহনে উঠতে পারবেন। তাঁর মতে, গতকালের তুলনায় আজকে সড়কের অবস্থা অনেকটাই স্বাভাবিক।
এসব বিষয় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, সোমবার বিকেলের পর থেকে সড়কের পরিস্থিতি কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। আমরা রাতে সেগুলো পরিষ্কার করেছি। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও সড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, চন্দ্রার বিভিন্ন দিকে কয়েক কিলোমিটারব্যাপী যানবাহনের গতি কম থাকলেও ঈদ যাত্রা আজকে সহনীয় আছে।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
২৭ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে