গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে যাত্রীবাহী লোকাল বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে ও ১৯ জন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।
মাছবাহী ট্রাকের মালিক মো. আলামিন শেখ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী ট্রাকটি যশোরের চাচড়া বাজার থেকে মাছ বোঝাই করে ঢাকা যাচ্ছিলেন এবং যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুর যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে পৌঁছাতেই ইমামবাড়া শরীফ থেকে বের হয়ে অজ্ঞাত এক নারী সড়ক পার হতে যান। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে অপরদিক থেকে আসা মাছবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সেই মহিলার মৃত্যু হয়।
এ সময় ট্রাক ও বাসের চালক এবং সহযোগীসহ ১৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ জানান, গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাকি সবাইকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় ১৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে যাত্রীবাহী লোকাল বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে ও ১৯ জন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।
মাছবাহী ট্রাকের মালিক মো. আলামিন শেখ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী ট্রাকটি যশোরের চাচড়া বাজার থেকে মাছ বোঝাই করে ঢাকা যাচ্ছিলেন এবং যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুর যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে পৌঁছাতেই ইমামবাড়া শরীফ থেকে বের হয়ে অজ্ঞাত এক নারী সড়ক পার হতে যান। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে অপরদিক থেকে আসা মাছবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সেই মহিলার মৃত্যু হয়।
এ সময় ট্রাক ও বাসের চালক এবং সহযোগীসহ ১৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ জানান, গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাকি সবাইকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় ১৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে