নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও সন্ধান মেলেনি কলেজছাত্র মো. নাসির উদ্দীন সাকিবের। তার সন্ধান চাইতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। থানায় জিডি করতে গিয়ে আশানুরূপ সহায়তা না পেয়ে তাঁরা হতাশ।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে ছেলের সন্ধানে সহায়তা চান সাকিবের বাবা গোলাম মোহাম্মদ।
তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয় সাকিব। নিখোঁজের আগের দিন বন্ধুর ল্যাপটপ এনেছিল সাকিব। সেটি ফেরত দিতেই বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে। যাওয়ার সময় বলে যায় ল্যাপটপ ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সাকিবের মোবাইল ফোনটি বন্ধ আছে। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়ি ও আশেপাশে সবজায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। ২০ সেপ্টেম্বর রমনা থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নং-১২৪৫।
থানা থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ার অভিযোগ করে গোলাম মোহাম্মদ বলেন, জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি কিন্তু থানা থেকে আশানুরূপ সাহায্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতার জন্য এখানে এসেছি। সাকিবকে ফিরে পেরে গণমাধ্যমের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।’
রাজধানীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও সন্ধান মেলেনি কলেজছাত্র মো. নাসির উদ্দীন সাকিবের। তার সন্ধান চাইতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। থানায় জিডি করতে গিয়ে আশানুরূপ সহায়তা না পেয়ে তাঁরা হতাশ।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে ছেলের সন্ধানে সহায়তা চান সাকিবের বাবা গোলাম মোহাম্মদ।
তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয় সাকিব। নিখোঁজের আগের দিন বন্ধুর ল্যাপটপ এনেছিল সাকিব। সেটি ফেরত দিতেই বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে। যাওয়ার সময় বলে যায় ল্যাপটপ ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সাকিবের মোবাইল ফোনটি বন্ধ আছে। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়ি ও আশেপাশে সবজায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। ২০ সেপ্টেম্বর রমনা থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নং-১২৪৫।
থানা থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ার অভিযোগ করে গোলাম মোহাম্মদ বলেন, জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি কিন্তু থানা থেকে আশানুরূপ সাহায্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতার জন্য এখানে এসেছি। সাকিবকে ফিরে পেরে গণমাধ্যমের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।’
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
১৮ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে