Ajker Patrika

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ১১
ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ভোর থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করলেও কুয়াশার কারণে সাময়িক বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে এবং ৮টা থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার প্রকোপ বেড়ে গেলে সকাল থেকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। সকালে যেসব যানবাহন চলছে, তাতে হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার কারণে আমরা নৌযান বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে যেকোনো সময় চলাচল শুরু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত