Ajker Patrika

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা 
আপডেট : ০১ জুন ২০২৪, ২৩: ৫৭
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুর্নীতি দমন কমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদুর রহমানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ডুসার বিবৃতিতে জানানো হয়, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করা অত্যাবশ্যক।

বিবৃতিতে আরও জানানো হয়, ডুসার উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যের পরামর্শক্রমে ও অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রয়োজন। তা আজ শনিবার (১ জুন) থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডুসার নতুন কমিটি গঠনের জন্য উপদেষ্টামণ্ডলী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে বিবৃতিতে জানানো হয়।

২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। দুদকের তৎকালীন সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমানকে সভাপতি ও সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত