ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাবা পরিচয় দিয়ে নূরনবী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির নাম সাফেন বলে জানান তিনি। ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পর নূরনবী বা সাফেনের কোনো স্বজনকে হাসপাতালে দেখা যায়নি।
নূরনবী পুলিশকে জানান, রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাসার পাশে ভ্যানের ধাক্কায় আহত হয় শিশুটি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নূরনবী নামে এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন। সাফেনের নামে একটি টিকিট কাটেন।’
হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ ও গোয়েন্দাদের নূরনবী বলেন, তাঁর বাসা যাত্রাবাড়ী কাজলা এলাকায়। সকালে বাসার সামনের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় শিশুটি আহত হয়। তবে পরে নূরনবীকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এরপরই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তি উধাও হয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নূরনবী পুলিশকে জানিয়েছিল, তাঁর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাবা পরিচয় দিয়ে নূরনবী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির নাম সাফেন বলে জানান তিনি। ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পর নূরনবী বা সাফেনের কোনো স্বজনকে হাসপাতালে দেখা যায়নি।
নূরনবী পুলিশকে জানান, রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাসার পাশে ভ্যানের ধাক্কায় আহত হয় শিশুটি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নূরনবী নামে এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন। সাফেনের নামে একটি টিকিট কাটেন।’
হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ ও গোয়েন্দাদের নূরনবী বলেন, তাঁর বাসা যাত্রাবাড়ী কাজলা এলাকায়। সকালে বাসার সামনের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় শিশুটি আহত হয়। তবে পরে নূরনবীকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এরপরই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তি উধাও হয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নূরনবী পুলিশকে জানিয়েছিল, তাঁর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৬ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২৫ মিনিট আগে