ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে জোন্তা গ্রামের রফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সমেজান (৫০) ওই গ্রামের রফিকুলের স্ত্রী। রফিকুল ঢাকায় ভ্যান চালান।
সমেজানের ছেলে সুমন (১৩) আজকের পত্রিকাকে জানায়, ঘটনার সময় সে ঘরের বাইরে ছিল। ওই ঘরেই সে আর তার মা থাকতেন।
আজ বিকেলে তার মা চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে ঘরে গিয়েছিলেন। চার্জ দেওয়ার প্লাস্টিক বোর্ডটিতে চার্জার আটকে যাওয়ায় টানাটানির একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন সমেজান। পরে সেই বৈদ্যুতিক বোর্ড থেকে ঘরে আগুন লেগে যায়। এ সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘড়ে থাকা সব মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
দৌলতপুর ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেছি, ঘটনাটি খুব মর্মান্তিক। আমারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেব।’
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে জোন্তা গ্রামের রফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সমেজান (৫০) ওই গ্রামের রফিকুলের স্ত্রী। রফিকুল ঢাকায় ভ্যান চালান।
সমেজানের ছেলে সুমন (১৩) আজকের পত্রিকাকে জানায়, ঘটনার সময় সে ঘরের বাইরে ছিল। ওই ঘরেই সে আর তার মা থাকতেন।
আজ বিকেলে তার মা চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে ঘরে গিয়েছিলেন। চার্জ দেওয়ার প্লাস্টিক বোর্ডটিতে চার্জার আটকে যাওয়ায় টানাটানির একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন সমেজান। পরে সেই বৈদ্যুতিক বোর্ড থেকে ঘরে আগুন লেগে যায়। এ সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘড়ে থাকা সব মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
দৌলতপুর ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেছি, ঘটনাটি খুব মর্মান্তিক। আমারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেব।’
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী ও সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ...
১১ মিনিট আগেদাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৫ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
১৭ মিনিট আগেগোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
১৮ মিনিট আগে