নিজিস্ব প্রতিবেদক, ঢাকা
অবস্থান কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশেই বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের ওপর হামলা করে। এমন দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি (গয়েশ্বর চন্দ্র) এই সমাবেশে লিড দিচ্ছিলেন। তাঁর আদেশেই বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরবর্তী সময় তাঁকে আমরা হেফাজতে নেই।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তারা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা সকাল থেকেই আমাদের অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং যান চলাচল যেন বিঘ্ন না হয়।’
খন্দকার নুরুন্নবী বলেন, ‘পরবর্তীকালে তারা (বিএনপি) রাস্তা ব্লক করে। এ সময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাদের ওয়ার্নিং দিই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।’
যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, ‘এই হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরবর্তী সময় আমরা তাদের রাস্তা থেকে সরাতে সক্ষম হই এবং সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি।’
অবস্থান কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশেই বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের ওপর হামলা করে। এমন দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি (গয়েশ্বর চন্দ্র) এই সমাবেশে লিড দিচ্ছিলেন। তাঁর আদেশেই বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরবর্তী সময় তাঁকে আমরা হেফাজতে নেই।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তারা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা সকাল থেকেই আমাদের অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং যান চলাচল যেন বিঘ্ন না হয়।’
খন্দকার নুরুন্নবী বলেন, ‘পরবর্তীকালে তারা (বিএনপি) রাস্তা ব্লক করে। এ সময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাদের ওয়ার্নিং দিই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।’
যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, ‘এই হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরবর্তী সময় আমরা তাদের রাস্তা থেকে সরাতে সক্ষম হই এবং সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪৪ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ ঘণ্টা আগে