Ajker Patrika

গয়েশ্বর রায়ের নির্দেশেই পুলিশের ওপর হামলা: ডিবি কর্মকর্তা

নিজিস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮: ৩১
গয়েশ্বর রায়ের নির্দেশেই পুলিশের ওপর হামলা: ডিবি কর্মকর্তা

অবস্থান কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশেই বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের ওপর হামলা করে। এমন দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী। 

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি (গয়েশ্বর চন্দ্র) এই সমাবেশে লিড দিচ্ছিলেন। তাঁর আদেশেই বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরবর্তী সময় তাঁকে আমরা হেফাজতে নেই।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তারা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা সকাল থেকেই আমাদের অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং যান চলাচল যেন বিঘ্ন না হয়।’ 

খন্দকার নুরুন্নবী বলেন, ‘পরবর্তীকালে তারা (বিএনপি) রাস্তা ব্লক করে। এ সময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাদের ওয়ার্নিং দিই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।’

যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, ‘এই হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরবর্তী সময় আমরা তাদের রাস্তা থেকে সরাতে সক্ষম হই এবং সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত