সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই মাসের শিশুকে ঘরের সিঁধ কেটে অপহরণ করেন ঝন্টু ও সজল মিয়া নামের দুজন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে ১ হাজার টাকায় বিক্রি করেন তারা। পরে দুজনকে আটক করে পুলিশ তুলে দিয়েছে স্থানীয়রা।
আজ রোববার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়া শিশুটির আবু বক্করের বাবা আরিফ হোসেন বলেন, ‘রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। বাতি জ্বালিয়ে দেখি ঘরের ভেতর বড় ধরনের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমাদের সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।’
স্থানীয়রা বলছে, ঝন্টু ও সজল দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা জোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে অপহরণ করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সজল ও তাসলিমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় আরেক অভিযুক্ত ঝন্টু মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামি পালিয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’
এ দিকে শিশু অপহরণের ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই মাসের শিশুকে ঘরের সিঁধ কেটে অপহরণ করেন ঝন্টু ও সজল মিয়া নামের দুজন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে ১ হাজার টাকায় বিক্রি করেন তারা। পরে দুজনকে আটক করে পুলিশ তুলে দিয়েছে স্থানীয়রা।
আজ রোববার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়া শিশুটির আবু বক্করের বাবা আরিফ হোসেন বলেন, ‘রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। বাতি জ্বালিয়ে দেখি ঘরের ভেতর বড় ধরনের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমাদের সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।’
স্থানীয়রা বলছে, ঝন্টু ও সজল দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা জোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে অপহরণ করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সজল ও তাসলিমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় আরেক অভিযুক্ত ঝন্টু মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামি পালিয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’
এ দিকে শিশু অপহরণের ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
১০ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
১৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে