ঢাবি প্রতিনিধি
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা সভাপতি সেতারা বেগম বলেন, ‘সারা দেশে বিচারহীন অপসংস্কৃতি চলছে, অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না। শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে, বাউলদের মারধর করা হচ্ছে কিন্তু কোন কিছুর বিচার হচ্ছে না। আশকারা পেয়ে অপরাধীরা, মৌলবাদী শক্তি এসব কাজ করে যাচ্ছে।’
‘বিচারের দাবিতে আমরা যখন রাস্তায় নামি, দাঁড়াই তখন পুলিশ এসে জিজ্ঞেস করে আপনারা কী করবেন? আমরা পুলিশকে প্রশ্ন করতে চাই, ঘটনার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেননি কেন? কেন এত দীর্ঘসূত্রতা!’
আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরকারীদের বিচারের দাবিতে ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’ এ বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন সেতারা বেগম।
উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইকবালুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক, জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।
অমিত রঞ্জন দে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সরকার, গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী কোনো কুলকিনারা করতে পারেনি। মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করে আওয়ামী লীগ সরকার, ১২টি মন্দিরে হামলার পরে কোন মুখে আপনি (সরকার) বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি! শিক্ষক লাঞ্ছিত করা হয়েছে, সংখ্যালঘু হামলা করা হয়েছে কিন্তু কোনো কিছুর বিচার হচ্ছে না। এভাবে সংখ্যালঘুদের ওপর হামলা করতে করতে একসময় তারা থাকবে না। তখন সেই মৌলবাদী, সন্ত্রাসী গোষ্ঠী, অপশক্তিরা অস্ত্রের শান কোথায় দেবে? তখন আপনাদের ঘাড়ের ওপরই তারা শান দেবে।’
আপনারা (সরকার) সাম্প্রদায়িক গোষ্ঠীকে তোষণ করছেন, এখনই সাবধান হন, বিষবৃক্ষের ফল সহ্য করতে পারবেন না। মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করতে কাজ করতে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এ সকল মানুষরূপী জন্তুগুলোকে প্রতিহত করতে সরকারকে পাশে থাকার আহ্বান জানান উদীচীর সাধারণ সম্পাদক।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক বলেন, ‘সরকারের লোকদের প্রত্যক্ষ মদদ ছাড়া কোনো হামলা হয় না। ঘটনাগুলো পরস্পর মেলাতে হবে। জঙ্গিদের সহায়তা কারা করেন, কারা প্রশ্রয় দেয়? এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে, এসব নিয়ে ভাবতে হবে, তারা এত শক্তি কোথা থেকে পায়!’ যদি এসব বিষয়ে সতর্ক না হই তাহলে সাধারণ মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে উল্লেখ করেন আকরামুল হক।
প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশ কবিতা আবৃত্তি, গান, একক ও যৌথ সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা সভাপতি সেতারা বেগম বলেন, ‘সারা দেশে বিচারহীন অপসংস্কৃতি চলছে, অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না। শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে, বাউলদের মারধর করা হচ্ছে কিন্তু কোন কিছুর বিচার হচ্ছে না। আশকারা পেয়ে অপরাধীরা, মৌলবাদী শক্তি এসব কাজ করে যাচ্ছে।’
‘বিচারের দাবিতে আমরা যখন রাস্তায় নামি, দাঁড়াই তখন পুলিশ এসে জিজ্ঞেস করে আপনারা কী করবেন? আমরা পুলিশকে প্রশ্ন করতে চাই, ঘটনার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেননি কেন? কেন এত দীর্ঘসূত্রতা!’
আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরকারীদের বিচারের দাবিতে ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’ এ বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন সেতারা বেগম।
উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইকবালুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক, জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।
অমিত রঞ্জন দে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সরকার, গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী কোনো কুলকিনারা করতে পারেনি। মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করে আওয়ামী লীগ সরকার, ১২টি মন্দিরে হামলার পরে কোন মুখে আপনি (সরকার) বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি! শিক্ষক লাঞ্ছিত করা হয়েছে, সংখ্যালঘু হামলা করা হয়েছে কিন্তু কোনো কিছুর বিচার হচ্ছে না। এভাবে সংখ্যালঘুদের ওপর হামলা করতে করতে একসময় তারা থাকবে না। তখন সেই মৌলবাদী, সন্ত্রাসী গোষ্ঠী, অপশক্তিরা অস্ত্রের শান কোথায় দেবে? তখন আপনাদের ঘাড়ের ওপরই তারা শান দেবে।’
আপনারা (সরকার) সাম্প্রদায়িক গোষ্ঠীকে তোষণ করছেন, এখনই সাবধান হন, বিষবৃক্ষের ফল সহ্য করতে পারবেন না। মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করতে কাজ করতে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এ সকল মানুষরূপী জন্তুগুলোকে প্রতিহত করতে সরকারকে পাশে থাকার আহ্বান জানান উদীচীর সাধারণ সম্পাদক।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক বলেন, ‘সরকারের লোকদের প্রত্যক্ষ মদদ ছাড়া কোনো হামলা হয় না। ঘটনাগুলো পরস্পর মেলাতে হবে। জঙ্গিদের সহায়তা কারা করেন, কারা প্রশ্রয় দেয়? এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে, এসব নিয়ে ভাবতে হবে, তারা এত শক্তি কোথা থেকে পায়!’ যদি এসব বিষয়ে সতর্ক না হই তাহলে সাধারণ মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে উল্লেখ করেন আকরামুল হক।
প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশ কবিতা আবৃত্তি, গান, একক ও যৌথ সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১১ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২৭ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৩২ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে