স্থায়ী জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১৪: ৪৭
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮: ৩৪

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জামিন দেন। দুপুরের পর পরীমনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন দেন।

গত ৩১ আগস্ট পরীমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন দেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়। গত ৪ অক্টোবর সিআইডি পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। জামিনের শর্ত অনুযায়ী হাজিরার দিনে তাঁকে নতুন করে জামিনের আবেদন করতে হবে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আজকের পত্রিকাকে বলেন, পরীমণি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। অন্যদিকে পরিবহনসহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত। 

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) (খ) / ১০ (খ) / ৪১ / ৪২ (১) ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরীমণির সঙ্গে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীকে আসামি করা হয়েছে। কবীর চৌধুরীকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। আশরাফুল ইসলাম দিপুকে পরীমণির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পরীমণির ম্যানেজার হিসেবে কাজ করতেন। কবীর চৌধুরী পরীমণির বাসায় অভিযানের আগেই পালিয়ে যান বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীর সহযোগিতায় পরীমণি তাঁর বাসায় মাদকের আসর বসাতেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরীমণির বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করতেন। ওই মাদকদ্রব্য সেবনের জন্য পরীমণি তাঁর বাসায় একটি মিনিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিগণ মাদক সেবন করতেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত