গাজীপুরে দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১: ২১
Thumbnail image

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় মামলাটি করেন। 

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জিয়াউল ইসলাম বলেন, আজ দুপুরে নিহত শফিকুল ইসলাম ও শুকুর আলীর বাবা মো. আবুল কাশেমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ পরিদর্শক পর্যায়ের এক কর্মকর্তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী মো. আবুল কাশেম তাঁর পরিবার নিয়ে মহানগরীর ভুরুলিয়া এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর চার ছেলে—আল-আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫) ও শুকুর আলী (২২) তাঁর সঙ্গেই বসবাস করেন। তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

গতকাল শুক্রবার তিন ছেলে আমিরুল, শফিকুল ও শুকুর আলী ভুরুলিয়া এলাকার একটি মাছের প্রজেক্টে সারা দিন মাছ ধরে বিকেলে বাসায় ফিরে আসেন। পরে শফিকুল ও শুকুর আলী সন্ধ্যায় বাড়ির বাইরে যান। এ সময় শফিকুলের স্ত্রী সুমা আক্তার কোথায় যান জানতে চাইলে তাঁকে জানান, পাওয়া টাকা আনতে বাঙ্গালগাছ বাঁশবাজার এলাকায় যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনৈক ফাইজুল ইসলাম রুবেল বাসায় এসে জানান, বাঙ্গালগাছ গ্রামের বাঁশবাজারের তিন রাস্তার মোড়ে শফিকুল ও শুকুর আলীকে মারধর করছে। খবর পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে শফিকুল ও শুকুর আলীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। 

স্থানীয়রা জানান, পৌনে ৭ থেকে সোয়া ৭টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের দুজনকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, ঘটনার পরপরই এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত