ইসলামপুরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১৯: ৫৮
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০: ১১

জামালপুরের ইসলামপুর উপজেলায় হিট স্ট্রোকে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত গোলাম রব্বানী (৫০) উপজেলার চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামের মোহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাপদাহে প্রচণ্ড গরমে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম রব্বানী। তাঁকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘সকাল ৯টার দিকে অতিরিক্ত গরমের কারণে গোলাম রব্বানী অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। পরে শুনেছি তাঁর মৃত্যু হয়েছে।’

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘গোলাম রাব্বানী নামে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। আমাদের ধারণা, হাসপাতালে পৌঁছার আগেই অতিরিক্ত গরমে পথের মধ্যে হিট স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত