সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত মোসা. সুমাইয়ার (২১) দুই মাস বয়সী মেয়ে সুয়াইবার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সিদ্ধিরগঞ্জে তাঁদের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে এই ঘোষণা দেন।
আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী সুমাইয়ার মায়ের বাড়ি আসেন জামায়াতের আমির। সুমাইয়ার স্বজনদের সঙ্গে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে জামায়াত নেতা বলেন, ‘এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত পড়াশোনাসহ যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।’
এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফোটে নাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে, তখন তার মা ডাকার মতো কেউ রইল না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তান হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।’
জামায়াতের আমির বলেন, ‘যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাঁদের শহীদের মর্যাদা দান করুন। এলাকাবাসীর কাছে অনুরোধ, জুলুমের হাত থেকে বাঁচতে হাজারো মানুষ তাঁদের বুক পেতে দিয়েছেন। এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি হবে। আর যেন কেউ তা না করতে পারেন, সে জন্য আপনার অলিগলিতে, এলাকায় এলাকায় তাঁদের হাত অবশ করে দেবেন। লুটতরাজ, চাঁদাবাজি করতে এলে তাঁদের কোনো ছাড় দেবেন না। ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার জনগণ প্রমাণ করে দিয়েছে, তারা অন্যায়ের সঙ্গে কোনো আপস করে না। তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করল তারা দেশে শান্তি চায়। আমরা যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।’
সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে, তাদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘যাঁরা এসব অপকর্মে জড়িত হচ্ছেন, তাঁদের বিনয়ের সঙ্গে বলব আপনারা শিক্ষা নেন। এখনো মানুষের বুকের চাপা কষ্ট দূর হয়নি। বাড়াবাড়ি যাঁরাই করবেন, জনগণ তাঁদের উচিত শিক্ষা দেবে। আর আসল বিচার আল্লাহ তায়ালা করবেন।’
এ সময় কেন্দ্রীয় নেতাসহ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। হঠাৎ হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে জানালার এসএস পাইপ ভেদ করে তাঁর মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের মা হয়েছিলেন সুমাইয়া।
কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত মোসা. সুমাইয়ার (২১) দুই মাস বয়সী মেয়ে সুয়াইবার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সিদ্ধিরগঞ্জে তাঁদের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে এই ঘোষণা দেন।
আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী সুমাইয়ার মায়ের বাড়ি আসেন জামায়াতের আমির। সুমাইয়ার স্বজনদের সঙ্গে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে জামায়াত নেতা বলেন, ‘এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত পড়াশোনাসহ যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।’
এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফোটে নাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে, তখন তার মা ডাকার মতো কেউ রইল না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তান হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।’
জামায়াতের আমির বলেন, ‘যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাঁদের শহীদের মর্যাদা দান করুন। এলাকাবাসীর কাছে অনুরোধ, জুলুমের হাত থেকে বাঁচতে হাজারো মানুষ তাঁদের বুক পেতে দিয়েছেন। এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি হবে। আর যেন কেউ তা না করতে পারেন, সে জন্য আপনার অলিগলিতে, এলাকায় এলাকায় তাঁদের হাত অবশ করে দেবেন। লুটতরাজ, চাঁদাবাজি করতে এলে তাঁদের কোনো ছাড় দেবেন না। ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার জনগণ প্রমাণ করে দিয়েছে, তারা অন্যায়ের সঙ্গে কোনো আপস করে না। তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করল তারা দেশে শান্তি চায়। আমরা যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।’
সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে, তাদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘যাঁরা এসব অপকর্মে জড়িত হচ্ছেন, তাঁদের বিনয়ের সঙ্গে বলব আপনারা শিক্ষা নেন। এখনো মানুষের বুকের চাপা কষ্ট দূর হয়নি। বাড়াবাড়ি যাঁরাই করবেন, জনগণ তাঁদের উচিত শিক্ষা দেবে। আর আসল বিচার আল্লাহ তায়ালা করবেন।’
এ সময় কেন্দ্রীয় নেতাসহ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। হঠাৎ হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে জানালার এসএস পাইপ ভেদ করে তাঁর মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের মা হয়েছিলেন সুমাইয়া।
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
২৮ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৩ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
৪২ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
১ ঘণ্টা আগে