Ajker Patrika

পাকুন্দিয়ায় বাইসাইকেল পেল ৭৪স্কুল শিক্ষার্থী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় বাইসাইকেল পেল ৭৪স্কুল শিক্ষার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। 

এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম ও জাঙালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাকুন্দিয়ার ইউএনও রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘উপজেলা পরিষদের এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসব বাইসাইকেল প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া করতে বেশ কাজে লাগবে। এতে পড়ালেখার প্রতি তাঁরা আরও বেশি আগ্রহী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত