মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে পৌর শ্রমিক দলের সভাপতি ও তাঁর লোকজন কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাকিল মুন্সি (৩৫)। তিনি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নতুন মাদারীপুরের মোফাজ্জেল মুন্সির ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিলের সঙ্গে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি লিটন হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান লিটন ও তাঁর ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন।
এ সময় শাকিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাকিলের ভাই রনজু মুন্সি বলেন, সম্প্রতি আওয়ামী পন্থী ও নানা কাজে বিতর্কিত লিটনকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। ওই ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটন তাঁর ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে হামলা চালান। এ সময় কুপিয়ে শাকিলকে হত্যা করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করেছে।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে পৌর শ্রমিক দলের সভাপতি ও তাঁর লোকজন কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাকিল মুন্সি (৩৫)। তিনি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নতুন মাদারীপুরের মোফাজ্জেল মুন্সির ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিলের সঙ্গে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি লিটন হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান লিটন ও তাঁর ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন।
এ সময় শাকিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাকিলের ভাই রনজু মুন্সি বলেন, সম্প্রতি আওয়ামী পন্থী ও নানা কাজে বিতর্কিত লিটনকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। ওই ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটন তাঁর ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে হামলা চালান। এ সময় কুপিয়ে শাকিলকে হত্যা করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করেছে।’
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর মানুষের উপস্থিতি যখন অনেকটা কমে যায়, তখন একদল লোক ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের
১৯ মিনিট আগেনাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের
২৬ মিনিট আগেআগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
৩১ মিনিট আগেরাজধানীর গুলশানে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়া ওরফে সুমনকে গুলি করে হত্যার ঘটনার মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পটুয়াখালী সদরের চৌরাস্তা এবং গাজীপুরের টঙ্গী থানা এলাকা তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব...
১ ঘণ্টা আগে